কেউ কেউ নয়, সবাই এখন
অংকটা খুব বোঝে,
দুই দুগুনে পাঁচ বানানোর
ধান্ধা তারা খোঁজে।
গিভের পরে টেকটা যদি
না হয় ঠিকঠাক,
স্বরূপ তাদের বেরিয়ে আসে
করে না রাখঢাক।
বাজার দরে হাসির সাইজ
নইলে নাকি ক্যালাস,
ক্ষুধার রাজ্যে ক্ষুধাও এখন
দুঃখ নামের বিলাস!
চলছে চলুক যেমন ইচ্ছে
কর্তামশাই তার,
অংক কষেও জীবন এখন
চায় না হতে পার।