ভুলে যাও তুমি কি করে বল
এত অল্প সময়ে?
মরা নদীতে দিয়েছিলে তুমি
অকস্মাৎ জোয়ার বইয়ে।
গুনে গুনে আমি বলে দিতে পারি
যে কটা বলেছিলে কথা,
ভুলতে পারলে বেঁচে যেতাম আজ
থাকতো না এত ব্যাথা।
নিজের সাথে নিজেই যুঝি
মুছে দিতে সব স্মৃতি,
আর খেলো না এমন খেলা
ভেঙ্গে সব রীতি নীতি।
তোমার কাছে ছিল শুধু খেলা
আমার কাছে তা নয়,
হাড়ে হাড়ে বুঝি রাত পেরিয়ে
কিভাবে দিন যে হয়।
জানি না কভূ পাবো কি না আমি
না খোঁজা প্রশ্নের জবাব,
কেন কিভাবে খেলার ছলে
এ কেমন তোমার স্বভাব?
ছিল না তো তোমার শুন্যতা কিছু
পূর্ণতায় ভরা জীবন,
নড়বড়ে এক চালার কুটিরে
অপেক্ষাতে মরণ;
তুমি সেথা এসে হেসে খেলে গেলে
ক্ষণিকের স্বপ্ন দেখিয়ে,
ভাল কি আছো সত্যি বলতো
এই আমাকে কাঁদিয়ে?