জীবনের অনেকগুলো সময় পেরিয়ে আজ
পেছনে তাকাই যখন,
চেষ্টা করি খুঁজে পেতে
ভুল সঠিকের সময়গুলো ছিলো কখন।
আবেগে উচ্ছ্বাসে হতাশা দুঃখে কিংবা
প্রভাবিত হয়ে কারো,
করা ভুলগুলো দেখি চেয়ে চেয়ে
বহু কিছু রয়ে যায় তারপরো।
নিজের উপর নিজেরই বিরক্তি
জেগে ওঠে থেকে থেকে,
হিরে ভেবে হায় নিয়েছি তুলে কাঁচ
সস্তা এক আবেগে।
থেকে থেকে ভাবি কেন কি কারণে
আচরণের এই বিভ্রান্তি?
তারপর দেখি ফেলে আসা দিন
নিয়ে ভাবাভাবি এনে দেয় শুধু ক্লান্তি।
অতঃপর নেই সিদ্ধান্ত এই
যা গেছে চলে তা যাক,
সামনের দিন রবো ভালো আমি
শুনবো না আর পেছনের ডাক।