এর কথা ভেবেছি, তার কথা ভেবেছি
ভাবি নি নিজের কথা,
পাঁজরের ভেতর চিনচিন করে
অব্যক্ত এক ব্যথা।
ভেবেছি আমি এর কি হবে
ওর কিভাবে চলবে,
কিসের সাথে কোনটা মেশালে
মন মেধা ওর খুলবে।
ভেবেছি, ছুটেছি বিরামহীন পথে
আলো আঁধারকে এক করে,
দিন শেষে দেখি আমলনামাতে
নেই কিছু আমার নেই ওরে।
চোখ কেঁদে কেঁদে চায় ঝরাতে
নোনা নোনা জলগুলো,
হৃদয়ের ভেতরে রক্ত ক্ষরণে
ভাবনারা এলোমেলো।