লিখছো না কেন এতদিন তুমি
ধরছো না কেন কলম,
অভিমান নয়, বিরক্তিই যেন
চোখে মুখে তার চরম।
পংক্তিগুলো কাল রাতে এসে
কেঁদেছিল তার কাছে,
হাসি কান্নায় আমরা ছাড়া
কে বল তার আছে?
অভিমান আর অনুযোগ যত
নীরবে শুনে যাই,
কিভাবে বলি কাব্য লেখার
অনুভূতি যে আর নাই।
এখানে দেখি মানবতার হার
ওখানে বিপর্যয়,
ভাল লাগে না, ভাল লাগে না
প্রকাশেও বড় ভয়।