অকাল ঝড়ে সর্বহারা
পোড়ামুখী হলো নি:স্ব,
গঙ্গার কাছে আকুতি জানায়
করে নিতে তারে শিষ্য।


হাত বাড়িয়ে গঙ্গা ডাকে
আয় বুকে আয় ঝাপ দে,
হয়তো পাবি না সময় বেশী
পোড়ামুখী তুই ডুব দে।


শীতল জলের শীতল ছোঁয়ায়
শান্ত হবে তোর সব জ্বালা,
কাঁদিস নে আর পোড়ামুখী
চল খেলি এক অন্য খেলা।


বুক পেতে দেয় গঙ্গা নদী
জলগুলো সব থমকে রয়,
পোড়ামুখী সুখের খোঁজে
গঙ্গার বুকে হারিয়ে যায়।