ছিল মোটে মাছি মারা কেরানী
তার চেয়েও বেশী ছিল হারামী,
হয়নিকো ভাত তার স্বদেশে
তাড়া খেয়ে পালায় বংগে এসে৷
বনে গেল লর্ড, নিয়ে ঠাই বংগে
দুবৃত্ত মীর জাফর জোটে তার সংগে৷
বেনিয়ারা জাতে ওঠে
এই বংগের সম্পদ লুটে,
বাংগালীকে ভাবতে চায় না
মানুষ আর মোটে৷
ভেবেছিলে সব বুঝি গেছি আমি ভুলে,
ভুলিনি কিছুই আমি রেখেছিলাম মনে৷
আচ্ছা ধোলাই করবো তোমায়
খেলার মাঠে ফেলে৷
এসেছিলে ঠাটে বাটে দিয়ে মাথায় হ্যাট
বাঘ বাংগালী বানিয়ে দিল
লেজ মোড়ানো ক্যাট৷