লিখেছিলাম আবোল তাবোল
করতে আড়াল হৃদয় ঢাকা কান্না,
বলছে সবাই বেশ হয়েছে
মশলাদার রান্না।
কেউ জানে না ছিল ওটা
রক্ত ঝরা কান্না।
সুহৃদেরা বলছে ডেকে
এসো তবে কবির বেশে।
জানি তারা বলছে আমায়
অনেকখানি ভালবেসে।
লেখা নয় ছেলেখেলা
যাবে না করা হেলাফেলা।
নিতে হবে পাঠকের দায়
নিন্দা মন্দও জুটবে
কিছু ললাটে।
বোঝ এবার লিখবে কি নাম
কবির খাতার মলাটে?