ছিল না রোদ আকাশ ভরা, চোখে ছিল সানগ্লাস
মুখে ছিল মেকাপ ভরা, পোশাক ছিল ফার্স্ট ক্লাস
ট্যারা চোখে সবাই অবাক, ভাবছে কেমন সজ্জা?
জানে না কেউ ঢেকেছিলাম আমার গোপন লজ্জা।
চাই না দেখুক কেউ আমার সস্তা চোখের জল,
জল দেখিয়ে হবেটা কি, পাবোটা কোন ফল?
নষ্টা মেয়ের নষ্ট গল্প শুনতে কে চায় বল?
পাড়াপড়শির ফিসফিসানি কেমন মেয়ের চল?
ঘাড় ঠেটিয়ে চলন বলন, বাজায় পায়ের মল,
মিঠা মিঠা বোলের তালে করছে নানা ছল।
নিন্দুকেরা ঢোল পিটিয়ে বলছে মেয়ে নষ্ট
কেউ জানে না বুক ভরা তার সাগরসম কষ্ট।