ছোট লোক ছোট জাত বুঝবি কি তুই
স্ট্যাটাস দিতে হবে যখন আমি শুই,
ভালবেসে প্রকৃতি দিল আমায় ডাক
দিতে হবে স্ট্যাটাস চুপ করে থাক।


থাকবো না ছোট হয়ে উঠবো আমি জাতে
স্ট্যাটাস দেবো তখন দিনে এবং রাতে,
পেট খালি হাত খালি শুধু নাই নাই
তবু আমার একখানা মোবাইল চাই।


হাড় জিরজিরে, চোয়াল ভাংগা, কয়লা কালি মুখ
সেলফি তুলে নায়ক ভেবে মেটাই মনের সুখ।
অবুঝ শিশু বোঝে না সেলফির কি মানে
করছে সবাই, করবো আমি এটাই শুধু জানে,
দল বেঁধে ছুটে যায় খোলা মাঠের পানে
লাশ হয়ে ফেরে ঘরে কাটা পড়ে ট্রেনে।