মান নয়, ক্ষোভ নয় করেছি যে অভিমান
কোন ছাড় হবে না, যদি যায় যাক প্রাণ
ও পাশেতে বসে তুমি মিটিমিটি হেসেছো
এমন পাগল বল কেউ কভু দেখেছো?
দুই আর দুই মিলে পাঁচ নাকি হয় না
অসাধ্য সাধনে মনও সায় দেয় না
ঘর ছেড়ে হেটে চলি লাগোয়া বারান্দায়
হিসেব যে মেলে না দায় নাকি অনাদায়
আমি নাকি সে আর সে নাকি আমি
অভিমানে এই নিয়ে চলে পাগলামি
দেয়ালেতে ঝুলে থাকা টিকটিক ঘড়িটা
বলে ওঠে ছুটি শেষ, উঠে পড়ো বাবুটা
কল পাড়ে ছুটে দেখি পানি পড়ে তির তির
টেনশনে ঘেমে নেয়ে চোখ হয় স্থির
স্বজনেরা ছুটে আসে ঘিরে ধরে চারিধার
মন শুধু খুঁজে ফেরে তোমাকেই বার বার
অভিমানে পালস হাই, বেড়ে গেছে চাপ তাপ
চাকরিটা যাবে এবার নাই বুঝি কোন মাফ
ঠেকে গলায় স্যাঁকা রুটি উদ্ধারে আসে পানি
আটো-সাটো শাড়ীতে দম করে হাঁসফাঁস
পারফিউম, পাউডারে ম ম করে আশপাশ
কর্তার মন জয়, সব কিছু ঠিকঠাক
তারপর ফ্যান ছেড়ে নেটে বসে খুঁজে আনি
দুষ্টুমীতে ভরা প্রিয় সেই মুখখানি
ঘাম শুকিয়ে দেখি চাপ তাপ পালস হাই
হারিয়ে গেছে তারা নাই আর কিছু নাই।