বালকের দল চলছে ছুটে
মেঠো পথের ধুলো উড়িয়ে
দুষ্টুমী আর হাসি হল্লায়
গাইছে গান সুর মিলিয়ে
কিষাণ বৌয়ের রাংগা হাতে
ধান ভরা কুলো খুশীতে মাতে
পূব বাতাসে উড়িয়ে ধান
চমকে ওঠে শুনে সে গান
খলাট ছেড়ে ভেতর বাড়ী
চাষীর হাতের হালের নড়ি
বলদ সোজা, চলছে গাড়ী
ধানে ধানে উঠোন ভরা
ধাপুস ধুপুস ঢেকির পাড়া
মাটির চুলো, মাটির হাড়ি
ফ্যান উতলিয়ে গড়াগড়ি
গরম ভাতে সানকি ভরা
সাথে একটু বেগুন পোড়া
ঠ্যাকনা খেয়ে কিষাণ বধূ
ঘোমটা টেনে যায় পালিয়ে
বুকের ভেতর ঢিপিস ঢিপিস
কাঁচের চুড়ি রিনিকঝিনিক
হলুদ ফিতেয় দুই বিনুনি
আলতা ভরা দুটি পায়ে
কিষাণ হৃদয় যায় জুড়িয়ে।