আসে না ঘুম কেন আমার দু নয়নে
খাঁটি সোনা হতে চাই পুড়ে পুড়ে অনলে,
চাপা দিয়ে সব কিছু বিস্মৃতির অতলে।
তবু কেন তার কথা ভেসে ওঠে প্রাণে?
ভুলে গেছি আমি তার উষ্ণতার ছোঁয়া
জলাঞ্জলি দিয়েছি ছিল যত মায়া।
ভালবেসে ধরেছিলে আমার দুটো হাত
বাহুডোরে কেটে যেতো সুখের যত রাত।
কালো ছায়া দানব রূপে ধরলো যবে ঘিরে
আমায় ফেলে গেলে চলে অনেকখানি দূরে।
ভেবেছিলে মরেই যাবো থেকে আমি একা
মরা যে নয় অত সহজ, ভুলে গেলে বোকা?
মীরজাফরী করলে কেন আমায় তুমি বল,
কাঁদছে হৃদয়, ভরছে আঁখি জল করে টলমল।
শ্রান্তি ক্লান্তি ভুলে দৃঢ় প্রত্যয়ে,
আবার আমি উঠবো জীবনের গান গেয়ে।