জীবনের রেসে বিরামহীন ছুটে চলা
চলবে না হেথা কোন হেলা-ফেলা,
ঘর দোর এক করে, সামলে স্কুল
অফিসের হাজিরাতে নেই কোন ভুল।
বসের দাবড়ানিতে নাচি তিড়িং বিড়িং
এর মাঝেই বেজে ওঠে মোবাইল রিং,
পেরেশানি বলে পারি না আর এঁটে
ফাঁক বুঝে তারপরও বসে যাই নেটে।
রসদ যোগাবে যে চাঁদপানা মুখ
সন্ধানে থাকি তার সদা উন্মুখ।
প্যাঁচাপনা মুখখানায় ফুলকলি ফোটে
চাঁদপানা মুখ বেরোয় শত নেট ঘেটে।