স্মৃতির পাতায় আলতো টোকা
মন করে আনচান-
পেপসি কোলা নায়িকার সাথে
নায়কের মতো ভান!
খ্যামটা নাচে ঝড় বয়ে যায়
তালে আর বেতালে,
দর্শকরূপী আমার মাথায়
দুষ্টু বুদ্ধি খেলে।
একটু দেখা একটু হাসি
কেমন কেমন লাগে,
ভিলেনের পাট জুটলো শেষে
আমার দিকের ভাগে!
আড় চোখে ভাই দেখছো কেন
আমায় শুধু ফিরে,
ভাবছো বুঝি মাথা আমার
ডিগ্রীতে গেছে ঘুরে?
ঘোরা টোরা পরে হবে,
দেখলাম অনেক ভেবে-
তুমি যদি হও নায়কের মতো
আমি কেন তবে
ভিলেনের পাটে অবনত?