নগরীর ভিড়ে কীটের মতো
ইটের ভাটাতে বাস,
সবুজের পাশে আয় ছুটে আয়
যদি তুই বাঁচতে চাস।
চার দেয়ালের বন্দীখানায়
আলো আঁধারের ছায়া,
পাহাড়ের দেশে আয় দেখে যা
খাঁদবিহীন কত মায়া!
এক খাঁচা ছেড়ে আরেক খাঁচাতে
বিনোদন নামে তামাসা,
প্রকৃতির মাঝে নিজেরে হারিয়ে
দ্যাখ কত লাগে খাসা।


বান্দরবন/লামা