বলতে পারো সর্বসহা
কিংবা ধরিত্রীর মতো,
অস্ফুট স্বরেও উঁহু করে না
সারা শরীরে তার ক্ষত।
আত্মসম্মান মর্যাদাবোধ
কোথায় কখন ছিল!
দুম দুম দুম পিঠে পড়ে কিল
লাথি চড় এলোমেলো।
গিঁটে গিঁটে ব্যথা আলুথালু বেশ
বুক ভরা চাপা কান্না;
পতি পরম ধন, ভালবেসে তারে
ভুলে সব করে রান্না!
জানাজানি হলে কানাকানি হবে
লোকমুখে ছিঃ ছিঃ,
প্রতারণার জালে বিশ্বাস কাঁদে
ঠকে ঠকে শিখেছি।