জাতক জাতিকা লগ্ন গুনে
ছাদনা তলাতে সিঁদুর খেলে,
কষ্টি বিচারে ভুল হলে না কি
জীবন হয়ে যায় শুধুই ফাঁকি।
জ্যোতিষী ডেকে যাচাই করে
আনলাম এ কি কোচায় ভরে?
মেষের মাথায় মহিষের শিং
ক্ষ্যাপা বৃষ নাচে ধিং ধিং।
মিথুন হাসে মুখ টিপে টিপে
ক্যান্সার শুনে কর্কট ক্ষ্যাপে।
সিংহ রাশি বনের রাজা
কন্যাকে পেলে ভারী মজা।
তুলোধুনোতে তুলা খুশী
ধনুক না কি তারও মাসী!
বৃশ্চিকেরও বিষের জ্বালা
মীন পরাবে গলায় মালা।
কর্ণের মতো কুম্ভ ঘুমায়
মকর হেসে আসর জমায়।