দশের লাঠিতে বড় ভয় তার
একের বোঝায় জয় জয়কার,
যতনে পোষে ঘুনপোকাদের
ছেড়ে তামাশা দেখে আমাদের।
রেট থেমে থাক চলুক কথারা
পেইন কিলারে অবশ ব্যথারা,
ভুলে যায় দিন ভুলে যায় রাত
নেশায় ডোবে ভুলে জাতপাত।
সময় পেরিয়ে মেয়াদ ফুরালে
হুঁশজ্ঞান সব এলোমেলো চলে।
হায় হায় হায় গেলো গেলো সব
হারানোর খাতা ভরে সয়লাব।
তারস্বরে তারা করে চিৎকার
জীবনটা আজ শুধু নিরাকার,
ঘোর আঁধারের চোরাবালিতে
কিস্তি চলে আসর মাতাতে।