পুরো শহর থমথমে
আঁধারের ডাকে,
ঘুমঘুম চোখে কেউ
ঘুম হারা থাকে।


বাকী যারা সব তারা
গেছে ঘুমের দেশে,
এই আমি চলমান
নতুন এক বেশে।


কটকটে লাল রঙ
ঠোট দুটো জুড়ে,
পুরো দেহ ঢাকা আছে
ট্যালকম পাউডারে।


দেহ জুড়ে ঝলমলে
মালা শাড়ীর বাহার,
জোটে নি পেটে শুধু
দু মুঠো আহার।


ঘন কালো রঙ দিয়ে
সাজানো এই রাত,
জানে না কেউ কে আমি
কি আমার জাত?


আঁধারের জাল ছিড়ে
ঘুরি পথে পথে,
রোজ রাতে এই আমি
থাকি হাতে হাতে।


রাত শেষে যেই ফোটে
সকালের আলো,
চোখ দুটো আর কিছু
দেখে না ভালো।