কে মানুষ আর কে মানুষ না
বোঝা বড় দায়,
সবগুলো তো দেখতে একই
এখন কি উপায়?
ভরসা আশা ন্যায় নীতি বোধ
মানুষ খুঁজে মরে,
নিরাশ হয়ে দিনের শেষে
ফেরে আপন ঘরে।
এরই মাঝে হঠাৎ দেখে
একটা ভাল মানুষ,
খুশীতে হয় আত্মহারা
প্রাপ্তি সুখে বেহুশ!
মানুষ ভেবে ঘোর আঁধারে
থাকলো যার পাশে,
বুঝতে পারে ভুল করেছে
রক্ত চোষা শেষে।