রঙ তামাশায় রঙ এর ঝুড়ি
চাঁদের বুকে চরকা বুড়ি
গল্প শোনায় নেশার ঘোরে
সাত সাগর আর নদীর তীরে;
দৈত্য দানব পদ্মাবতী
মিথ্যে সে নয় সত্য অতি,
মন ভোলানো গাল গল্প
সুযোগ পেলেই অল্প স্বল্প
চললো ধরে রাত দিন ভর,
হঠাত যেন সব হলো পর;
খুললো মাথার নকল জটা
ভাবেসাবে রগটা চটা,
থোড়াই কেয়ার থোড়াই কেয়ার
ঝুট সাচ্চা সত্য পেয়ার,
সেলাম বাবু সেলাম তোকে
আর শিখবো না ঠেকে ঠেকে।