বাঁশের বাঁশি ঢাকের বাদন
রঙবেরঙের খেলা,
বটের তলায় বসেছে আজ
বৈশাখের এক মেলা।
হট্টগোলের জোর আাওয়াজে
কান পাতা হয় দায়,
প্রাণের মাঝে অনাদি সুখ
ঢেউ খেলিয়ে যায়।
মুড়কি মোয়া গুড় বাতাসা
তালের পাখার হাওয়া,
বাঙলা ছাড়া তিন ভুবনে
আর কী যাবে পাওয়া।
মন পবনে উড়ছে ঘুড়ি
নাটাই সুতো ছিড়ে,
জাতের পাতের হিসেব ভুলে
থাক না সুখের নীড়ে।