সাত পাক ঘুরে মন্ত্র পড়ে খোদাকে স্বাক্ষী রেখে
শপথ করে যাবে না দু জন কেউ কাউকে ছেড়ে;
ধান দুবলোয় বরণ করে উলু ধ্বনি চলে অবিরাম
দু জনের বসত হবেই এবার শক্ত কোন খুঁটি গেড়ে।
দিন ফুরিয়ে রাত গড়িয়ে মাসের চাকা চলতে চলতে
বছর পেরোয় না দু জনের মন কেমন কেমন যেন করে!
মতে মেলে না পথে মেলে না, জগত নাকি তাদের ভিন্ন,
মতের পথের হিসাব মেলাতে যুধিষ্ঠিরও যায় মরে।
সাত পাক কেন চৌদ্দ হলো না, মন্ত্র হলো না আরো কিছু
ধান দুবলোয় ঘেটে গেল সব, সংসার হলো সঙ এর সার;
অনেক হয়েছে অনেক হয়েছে ঘাটাঘাটি আর দেন দরবার
শুনতে চাই না সংসার নামের নতুন কোন গল্প আর।