সখী তুমি কার এমন প্রশ্নে
মন হতো এলোমেলো,
ফুচকা আচার সাবাড় করার
দিন যে কোথায় গেলো।
একটা খোঁপার গোড়ায় গাঁদা
বাসন্তী রঙ শাড়ী,
ফাগুন এখন জাগ্রত দ্বারে
মাঘের সাথে আড়ি।
কোকিল ডাকে কুহু কুহু
পলাশ ফোঁটা ডালে,
শেষ বেলাতে এসব এখন
স্মৃতিতেই শুধু খেলে।