জীবনের আঁকাবাঁকা পথটা ধরে ছোট ছোট পা ফেলে
হেঁটেছি কেঁদেছি, কখনোবা পেয়েছি ভয়।
উল্লাসে আনন্দে, কখনোবা উচ্ছাসে
জোয়ার তুলে বলেছি আর পিছু ফেরা নয়।
জীবনের পথটা ছিল না মসৃণ, ছিল না কন্টকহীন;
বিষধর নাগের ছোবল, ধূর্ত শিকারীর পাতা ফাঁদ;
আষ্টেপৃষ্ঠে বেঁধেছে, নিশ্চিহ্ন করার প্রয়াসে
চলার পথে তুলে দিয়েছে আকাশ সমান বাঁধ।
থেমে থাকি নি তবু, বসে যাই নি ক্ষণিকের তরে;
দৃঢ়তার সাথে শপথ করেছি সম্মুখে এগোবার।
বিশ্বাসের বলে বলীয়ান আমি জোরালো কন্ঠে
জানিয়েছি তামাম বিশ্ব, শেষ বিজয়টা কিন্তু আমার।