অস্ত্রবিহীন যোদ্ধা আমি
মাঝিবিহীন তরী,
ক্ষুধার সাথে পাঞ্জা লড়ি
টিকতে যদি পারি;
চালাবিহীন ঘরে আমার
সদর দুয়ার খোলা,
দুঃখ, ব্যথা আঘাতেরা
ঘোরে সারা বেলা।
কান্না আমার সঙ্গী সাথী
অভাব বড় আপন,
চায় না যেতে ছেড়ে ওরা
আমার গড়া ভুবন।
ওদের সাথেই বসত করি
রাত পেরিয়ে দিন,
ওদের প্রেমেই দিলাম না হয়
আমায় করে লীন।