এই হলো রে আমার দেখা
আমার সোনার দেশ,
ছোট বড় মিলেমিশে
আছে সবাই বেশ।
নেই এখানে রেষারেষি
নামাজ রোজা পূজায়,
নানান মতের নানান মানুষ
আনন্দে ঢোল বাজায়।
সাঁঝ বেলাতে মুয়াজ্জিনের
আজান যেমন শুনি,
পুরোহিতের মন্ত্র পাঠেও
চলে প্রতিধ্বনি।
এই হলো রে আমার দেখা
আমার সোনার দেশ,
সবুজ শ্যামল মাঠের সীমা
হয় না কভু শেষ।
জীবনান্দের ধানসিঁড়ি আর
কপোতাক্ষ নদী,
হাজার স্মৃতি বুকে নিয়ে
বইছে নিরবধি।
এই দেশেতেই যায় রে পাওয়া
নকশীকাঁথার মাঠ,
এই দেশেতেই খুঁজে পাবে
সুজন বেদের ঘাট।
ভালো মানুষ দিয়ে গড়া
এই না ভালো দেশ,
স্বর্গভূমি দেখতে হলে
এসো বাংলাদেশ।