বলেছিল সে যা কিছু লিখি
সব-ই না কি তাকে ঘিরে,
তুমি যে থাকো শুকপাখি হয়ে
আমার ছোট্ট নীড়ে;
বলতে পারি নি মুখ ফুটে তা
সংকোচের বেড়া কাটিয়ে,
সারী হয়ে গাই বিরহের গান
শুকপাখি যায় পালিয়ে।