বসবে আবার প্রাণের মেলা
কাব্যতলায় জমবে হাট,
করতে উজাড় হৃদয়খানি
খুলবে ঘরের দোর কপাট।


রত্ন হীরে মণি মানিক
ভান্ডারে যার যা আছে,
দু হাত ভরে বিলিয়ে দেবে
ভাবতে কেমন মন নাচে!


সবুজ মাঠে অবুঝ হৃদয়
সুর তোলে ঐ হিল্লোলে,
দিন কাটে না দিন কাটে না
ঢেউ উঠেছে কল্লোলে।


আসবে ছুটে ও দিক থেকে
এদিক থেকেও ছুটবে সব,
প্রাণের মেলায় ঢেউ জেগেছে
মানবে না কেউ পরাভব।