ঝিরঝিরিয়ে বইছে বাতাস
বেলী ফুলের মিষ্টি সুবাস,
মন মাতালো মন মাতালো
ভালবাসার মিষ্টি আলো।


জোনাকগুলো দল বেঁধেছে
হাস্নাহেনা বাধ সেধেছে,
বাঁশের ডগায় চাঁদ হেসেছে
রঙধনুতে রঙ ভেসেছে।


বলছে আমায় একটু থামো
উপর থেকে একটু নামো,
মনটা শুধু তাকেই দিলে
জোনাক বেলী হাস্না ফেলে?


তারারা চায় পিটপিটিয়ে
ভাবনাগুলো গা এলিয়ে,
তাকেই খোঁজে তাকেই খোঁজে
যে জন আমার মনটা বোঝে।