কোণার বেডে একলা শুয়ে
হাতে গাঁথা ক্যানোলা,
স্বজনেরা নেই কাছে কেউ
বুকের ভেতর তুষ জ্বালা।
ভুল করেছে এক জীবনে
ভালবেসে ভুল মানুষ,
সব পেয়েছির দেশে এসে
দ্যাখে হেথায় সব ফানুস।
"টিন" লাগানো বয়সটাতে
রঙ লাগানো চশমা তার,
লাল সবুজ আর নীল হলুদে
রঙে রঙ্গীন একাকার।
দমকা হাওয়ায় চমক ভেঙ্গে
কাঁচ খসে তার পড়লো যেই,
রঙ্গিন রঙ্গিন রঙগুলো সব
সাদা কালোয় হারায় খেই।