থমকে থাকা শহর জুড়ে
চলতি জীবন ভাবে,
একটুখানি পরেই আবার
সব স্বাভাবিক হবে।
রঙ বে রঙের মানুষগুলোর
চলে আনাগোনা,
থমকে থাকা শহরে যায়
কান্না হাসি শোনা।
গাড়ীগুলো মধ্যতে নয়
নিম্নবিত্তের ঘরে,
পোড় খাওয়া তার জীবনটাকে
টেনে নিয়ে চলে।
হর্ণ দিয়ে সে হয়তো বোঝায়
কষ্টে টানা জীবন,
আর্তনাদে গগন ফাটে
বুকের ভেতর দহন।
থমকে থাকা শহরটাকে
আঁকড়ে তবু সবাই,
স্বপ্ন বোনার খোলা মাঠে
ওড়ায় ঘুড়ির নাটাই।