ঢোলের কাঠিতে জোরসে বাদন
কানের তালা ফাটে,
পিত্তি জ্বলে যতই মরিস
আমার বেশ তো কাটে!
আমার ঢোলে আমার বাড়ি
কেন টাটায় তোর?
তোর খুশীতে আসবে কি রে
আমার রাতের ভোর?
আমার ঢোলে পড়বে কাঠি
যখন আমি চাইবো,
থোড়াই কেয়ার বিচার তোদের
ইচ্ছেমতোই গাইবো।