হৃদয় আকাশে যখন উদিত হয়
থেমে যায় হৃদযন্ত্র, চেপে ধরে ভয়।
আমার নয়নমণি আমারই মেয়ে,
জীবনের চাকা চলে তার গান গেয়ে।
লাল ফিতেয় ঝুটি বাঁধতে আর চায় না
এলো চুলে ঘুরে ফিরে দেখে শুধু আয়না।
মুগ্ধ নয়ন আমার দেখে আড়ে আড়ে
ছোট্টটি নেই কন্যা, গেছে অনেক বেড়ে।
সদ্য ফোটা কলি যেন, তারা ভরা আকাশে।
দেখে আমার মন ভরে না, কেঁপে উঠি ত্রাসে।
অজানা এক দানব যদি হঠাৎ আঘাত হানে,
কন্যা আমার থাক লুকিয়ে ছোট্ট গৃহকোণে।
ঘোরে ফেরে সবখানে সেই সে দানব
আকার আকৃতিতে পুরোদস্তর মানব৷