আকাশের গায়ে তারার দলেরা
করেছিলো কানাকানি,
হাতে হাত রেখে চোখাচোখি থেকে
শুরু হয় জানাজানি।
হেঁটেছিলো তারা জোছনার নীলে
জোনাকিরে সাথী করে,
ভালবাসাবাসি হবে পাশাপাশি
স্বপ্ন দু চোখ ভরে।
সুনসান করে হাওয়া উড়ে চলে
ধূলো নেয় তার পিছু,
ভালবাসি সখা ভালবাসি সখা
নেই বলার আর কিছু।
কত শত কথা মনের অতলে
গুনগুন করে গেয়ে যায়,
বুকের ফাটলেও মুখ ফোটে না
চৈত্র দিনের খরায়।