থালা ভরা ভাতটা যেন
হীরের চেয়ে দামী,
এর দরজায় তার দরজায়
কতই ঘুরি আমি।
পেট শোনে না আমার কথা
করে হট্টগোল,
ক্ষুধার জ্বালা জানান দিতে
বাজায় জোরে ঢোল।
আর কতদূর হেঁটে গেলে
পাবো ভাতের দেখা,
ভাতটা তবে এই জীবনে
থাকবে কেবল ঢাকা?
গতর বেচি, ছাওয়াল বেচি
ভাতটা তবু চাই,
ভাত জোটাতে নিত্য মোরা
অনেক কিছুই হারাই।