শুনতে পাচ্ছেন দাদা
ও দাদা;
পেছন থেকে কে ডাকে ?
এত্তো বড় গাধা!


দাদা চিনতে পারছেন না?
আমি!
কস্মিনকালেও দেখিনি তোরে,
সাক্ষী অর্ন্তযামী।


রাতের আঁধারে লুকিয়ে যখন
বেশ্যাপাড়ায় আসতেন,
দুষ্টু মিষ্টি কথার মালায়
কতই না ভালবাসতেন!


চুপ! "যত বড় মুখ নয়
তত বড় কথা"।
এর বিচারে জানিস কি তুই
জুটবে জুতো পেটা।


সাহস তো তোর দেখছি বড়
ভদ্রলোকের কোছা টানিস!
দশ জনে চেনে আমায়
আমি কে তা জানিস?


চিনি গো চিনি,
ভদ্র লোকের বেশে
খদ্দের সেজে করতে মাস্তি
আমার ঘরে এসে!


চুপ কর!  চুপ কর!
মাথা মোটা গাধা,
দিনের আলোয় বলতে আছে
গভীর রাতের কথা?


ঠিক বলেছেন বাবু
সত্যি আমি গাধা,
পেটের দায়ে গতর বেচি
ক্ষুধার কাছে বাঁধা।