নেশাখোরের নেশা যখন
মাথার পরে চড়ে,
ধার ধারে না স্থান কালের
রাস্তায় থাকে পড়ে।
আফিম গাঁজা চরস না হোক
নিদেনপক্ষে ভাঙ,
পাওয়ার আশায় নর্দমাকে
ভেবে বসে গাঙ।
যেমনি মেলে গাঁজার হুঁকোয়
একটা দুটো টান,
নেশার সুখে হিক্কা তোলে
ভোলানাথের গান।
এদিক টলে ওদিক টলে
শেষ হয় না নেশা,
গাঁজা চরস ভাঙ না পেলে
উল্টে দেবে পাশা।
নেশার ঘোরে ঢুলুঢুলু
দুটো চোখের পাতা,
কি জানি সে কোথায় কখন
করে ফেলে যা তা।