যা যাবি তুই আপন মনে ;
ডাকবো না আর পিছন ফিরে।
চাইবো না তোর সময় দামি,
বসন্তের এই বাদলা দিনে।


একলা খা-খা ভর দুপুরে ;
রইব না তোর পথটি চেয়ে।
থাকবো সুখে বাঁচবো আমি,
তোর দেওয়া ওই দুঃখ পেয়ে।


নীরব রাতে চোখ ভিজিয়ে ;
কাঁদবো আমি তোর মায়াতে ।
খুঁড়বো স্মৃতি বুনব আশা,
মিলিয়ে যাবো তোর ছায়াতে।


নেই পাশে তুই এই তো ভালো ;
জ্বলছে আকাশ নিভছে আলো।
জমছে আশা মরছে সময়,
থামছে ভাষা চাইছে আমায়।


তখন থেকেই তুই মায়াবী ;
আপন মনেই খামখেয়ালি।
হারিয়ে আমি তোর মাঝারে,
প্রনয় বিহীন এই আঁধারে।


চাইছি তোকে সকাল সাঁঝে ;
আমার শত কাজের মাঝে।
দেখছি তোর ওই নয়ন দুটি,
রাখছি মনের এই মাঝারে।


লিখলো#  বিশ্বাস  !
#মুক্ত আজ ভালবাসা ফেরাটা তার ইচ্ছা  !