কাব্যগ্রন্থঃ "কালের বেদনা"


বিবেক জেনে করিতেছ পাপ
আবেগের দোষ কি তাতে!
হারাম জানিয়া খাচ্ছ সুদ
অন্যের উপর করিয়া জুলুম সৃষ্টি,
ফাইল ঠ্যাকিয়ে খাচ্ছ ঘুষ
মিথ্যা ছলনায় ভাব ধরে।
নিজ স্বার্থ হাসিলের জন্য
উচ্চ সিঁড়িতে উঠার জন্য,
সুখ নহে অসুখ কিনিতেছ
ক্ষণিক সময়ের জন্য।
সভ্য মানুষে জন্ম নিয়ে
অসভ্য ভাষায় করিতেছ গালাগালি,
আল্লাহর বিধান না মেনে।
গোপনে জিনার দাশে আসক্ত
সমাজে দেখাও সাধুবেশী,
পাপ পাপ তোমার রাশি রাশি পাপ
সময় থাকতে আল্লাহর কাছে চাও মাফ।