আক্ষেপ

প্রিয়
তোমাকে বুঝা বড্ড দায়
তুমি সময় পাও অন্যের সাথে
কথা বলতে ঘণ্টার পর ঘণ্টার,
পাও না সময় আমার সাথে কথা বলার।
অতচ আমি তোমার সাথে কথা বলার জন্য চটপট করি।
কলের পর কল দিতে থাকি
একটি বারও হয় নি রিসিভ।
আমি মেসেজ দিলে হয় না সিন
হয় না দেওয়া উত্তর।
অতচ তুমি সারাক্ষণ অনলাইনে থাকো
অন্য কাউকে নিয়ে পড়ে থাকো।
আমি তোমাকে বার বার বলি ভালোবাসি তোমায়।
তুমি তার দাও না উত্তর।
আমি তোমার যতই কাছে আসতে চাই
ততই তুমি দূরে রাখো আমায়।
অতচ তুমি বার বার আমার সাথে বেড়ানোর বায়না ধরো।
আমি তোমাকে নিয়ে যাই বেড়াতে।
তুমার প্রয়োজনেই শুধু আমায় খোঁজ ।
আসলেই তোমাকে বুঝা বড্ড দায়।

০৩/০৫/২৩
১১:২৭ পিএম
মিরপুর