অচেনা শহর
মোঃ সোহেল মিয়া

এই অচেনা শহরে
অনেক দেরীতে হলো চেনা
তোমার সাথে প্রিয়।
হতো যদি তোমার সাথে
অনেক আগে দেখা
নিজেকে তৈরী করতাম তোমার মতো করে।
এতো দিন কোথায় ছিলে?
এই চেনা একই শহরে
অচেনা মানুষ হয়ে।
পাশাপাশি থেকেও
দু'জনার হলো পরিচয় দেরিতে।
দেরী করে হলেও তো
আসলে মোর জীবনে,
হারাতে চাই না আমি এই ভুবনে।
থাকবে তুমি চিরকাল মোর জীবনে।
চাও যদি তুমি
থাকবো পাশে চিরকাল
এই অচেনা শহরে
দু'জন, দুজনের চেনা মানুষ হয়ে।
করবো না ক্ষতি কখনো
জীবনে আমি তোমার
এ আমার কথা না
এ আমার প্রতিজ্ঞা।
হতো যদি তোমার সাথে
আগে পরিচয়
নিজেকে তৈরী করতাম
তোমার মতো করে।
চাও যদি তুমি
নিজেকে তৈরী করবো আমি
তোমার মতো করে প্রিয়।


২ঃ৪২ এম
২৫/৮/২২