রাতকে প্রশ্ন দিলাম, তুমি এতো আঁধার কেন?
উত্তরে, জ্যোৎস্না শোভিত মুচকি হেসে,
নীরব রইলো অপলক চেয়ে।


সমুদ্রকে বললাম, এতো জল কই পেলি?
জানান দিল অবিরাম স্রোতের ভাষায়,
আঁধারের ক্রন্দন কি দেখা যায়?