কথা ছিল – বর্ষার প্রথম কদম ফুল,
তোমার খোপায় গুজে দিব।
কথা ছিল – হাত ধরে পাশাপাশি,
কোন এক বিকেলে বৃষ্টিস্নাত হবো।


তোমার নয়নে নয়ন রেখে সখা,
কথা ছিল গল্পে গল্পে কেটে যাবে চন্দ্রিমা।
ভোরের স্নিগ্ধতা যেন লুকাবে আড়ালে,
দেখে আলোর প্রথম ছোঁয়া তোমার কপোলে।


কথা ছিল – কখনও হবে না রুষ্ট না বুঝে,
আমার আশাগুলো’ই তোমার আকাঙ্ক্ষা হবে।
আমার সারাবেলার ক্লান্তি আর জীবন অমাবস্যা,
দূর করবে তোমার মিষ্টি হাসি আর কথা।


কথা ছিল – না বলা সব কথাগুলো,
হারিয়ে যাবে না, বহু দূরে গেলেও।
দূরালাপনে জানিয়ে দিব তোমায়,
তবু সুপ্ত রইবে আমারই হিয়ায়।