খুঁজে ফিরি সকলের মাঝে তোমার প্রতিচ্ছবি,
না পেয়ে চোখ বুজি, ফিরে আসে তোমার শেষ হাসি।
আজও নাকে লেগে আছে আঁচলের মৃদু ঘ্রাণ,
সবার মতো করা হলো না তোমার জন্য চেষ্টা আপ্রাণ।
কত জনেরই হয় স্বপ্ন পূরণ, আমার যা অপূরণ,
জীবিকার প্রথম অর্জন তোমার হাতে অর্পণ।
ঈদ আসে, ঈদ যায়, সব আয়োজন পূর্ণ হয়ে যায়,
শুধু তোমার জন্য আমার ঈদের চাহিদা অপূর্ণই রয়ে যায়।
কখন’ই চোখ বেয়ে পরতে দেই নি,
যদিও মনের চিৎকারে চিৎকারে রুদ্ধ থেকেছি।
ছোট বেলায় আমার কান্না বা নীরবতায় হতো তোমার সব বুঝা,
আজও তুমি সবই জানো তাই না আমার ……….।