অন্তরের বিচ্ছু যখন ফাল দিয়ে উঠে,
বিষের বিষাক্ততায় তোমায় গ্রাস করে ফেলে।
মানুষ রূপে প্যাঁচা যখন ভেংচি কাটে,
সুবোধগুলো অযাচিত চোরাবালিতে ডুবে।
স্বাধীনতার নামে পরাধীন দেখি স্বার্থের ছোবলে,
ক্ষমতার বলে অন্যায় দেখো প্রতিষ্ঠিত নাট্যমঞ্চে।
চুপ রয়েছো, বলো নি এতদিন কিছু হায়,
তাই তো আজ বেড়ালের ঘেউ ঘেউয়ে,
পিলে যেন চমকায়।