পৃথিবীর সব কিছু আপেক্ষিক
মৃত্যুও আপেক্ষিক, তবুও কেনো ভুলি
মায়ের শাড়ির রং বদলে
বদল হয় চলন ও কথন
এইতো ফ্যাকাশে জীবন।


গাছের শিকড় হতে গাছ হয়
প্রকৃতির জালে সবই বাঁধা
মৃত্যু, জীবন নাটকের একটা অধ্যায়।


শূন্য চেয়ার পড়ে আছে
সদর দরজায় নেই শুধু প্রাণটা
ঝাপসা চোখ মন কাঁদে নিয়মমাফিক
দাদা , বাবা তারপর আমি
মায়ের শাড়ির রং বদলায়


ঝরা পাতা ও ফুল
এখন আর কেউ কুড়ায় না
অযত্ন অবহেলায় মলিন হয় l