প্রজ্বলিত ক্রোধ, বজ্রপাতের দ্যুতিময় মিছিল
পথ দীর্ঘ হলেও যেতে হবে  ।
নোনা ঘাম , রক্তে আগুন তবুও
চাই স্বজন হত্যার প্রকাশ্য বিচার ।
                                                                      
                                                                 করোনার এই তালা বন্ধ জীবনে, চেয়ে ছিলাম এক মুঠো
চাউল। হাতে একটা পোটলা দিয়ে ,মুখের দাঁত অর্ধেক
বাহির করে কাঁধে হাত রেখে দিলে তুমি সেলফি উপহার ।           তারপর আর কি পোটলা তুমি কেড়ে নিলে ।                 আজ তুমি আমার পাড়ার ভাই কিংবা চাচানয় ,             আজ তুমি চেয়ারম্যান ,আজ তুমি মেম্বার ,আজ তুমি বাংলাদেশ।আর আমি কীটা মাকড়া ।
                                                                      
                                                                   তালা বন্ধ দেশে ঠেলতে পারিনি দুই মাস ঠেলাগাড়িটা I   বয়স আমার অনুকূল নয় ,তবুও ঠেলি গাড়ি বাচ্চাটার আহারের জন্য।কি আর করবো মধ্য বয়সে এসে বিধাতা দেখালো বাচ্চার মুখ ।  
                                                                  
                                                                    
  এই করোনা তাকেও কেড়ে নিলো আমার থেকে ।         বাচ্চা কাঁধে করে কত হাসপাতালে কতজনের কাছে গিয়েছি কেউ শুনেনি আমার কথা । শেষ পর্যন্ত ছেলেটা আমার কাঁধে   চির দিনের ঘুম দিলো , জেনে রেখো রাষ্ট্র আমার ছেলের করোনা হয়ে ছিল । আর আমি বলি তুমি নিজেই করোনায় আক্রান্ত ।