গ্রাম থেকে রাজপথে ভিড়,
জনতার বইছে প্লাবন।
উলঙ্গ রাজার জয়জয়কার,
যোগ্য রানীর সঙ্গ লাভে।
ভিক্ষা পাত্রের বহর খানি,  
আর বেশি ভিড় টেনেছে।  
উন্নয়নের জোয়ার বেয়ে,
ভিক্ষা থলি ঘরেঘরে।
শিক্ষালয়ে ঝুলিয়ে তালা,  
সুরা বিলায় সস্তা দরে।  
কাজের কথা বলা বারন,  
মুখ খুললেই জেল হাজতে।  
তাবেদারীর শিল্প জুড়ে,  
শিল্পীরা সেই জাঁতাকলে।  
বোদ্ধাদের আজ বুদ্ধি বাঁধা,
আদেশ মত মুখ খুলে সমর্থনে।
মন্ত্রীরা সব তলপি বাহক,
চাঁটছে পায়ের চেটো অষ্টপহর।    
সদ্য যাদের হাতেখড়ি,
ঠিক জুটেনা মাসকাবারী।  
খুঁটে খাওয়া প্রকল্পতে,  
তাদের কাজ জুটেছে রসিদ বিলির।
একের দর একশতে আজ,
অর্থনীতি খঁজে ধর্মের স্বাদ।
দেখছি সবি শুনছি সবি,
গিলছি তবু নীরবে চরম অবক্ষয়।
শিরদাঁড়াতে টান ধরলেই,
শিরশিরিয়ে স্বার্থ বয়।    
সেই ছেলে আজ আনেক বড়,
মাথা ভরা বোধ এসেছে।  
ভিড় ঠেলে আজ উলঙ্গতার জয়ধ্বনি,
মুখরিত হয় তারি রবে।